• April 28, 2025, 4:58 pm

সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের স্বপ্ন দ্রষ্টা ও প্রথম বিভাগীয় দেলোওয়াার হোসেন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : 305 Time View :
Update : Saturday, August 17, 2024

অধ্যাপক (অবঃ) দেলোওয়াার হোসেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের স্বপ্ন দ্রষ্টা ও প্রথম বিভাগীয় প্রধান বৃহস্হপতিবার দুপুরে চিকিতসাধীন অবস্হায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি বগুড়া শহরের জহরনগরে বসবাস করতেন। সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক ১৯৬৮ সালে শিক্ষকতা শুরু করে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন।

মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী এবং ৪ কন্যা,নাতি নাতনিকে রেখে যান। সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে বাদ মাগরিব জানাজার শেষে নামাজগড় কবর স্থানে দাফন সম্পন্ন হয়।

শোকসংশপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও রুহের মাগফেরাত করেন ডেইলি এশিয়া পত্রিকার উপদেষ্টা সম্পাদক প্রফেসর ড. এলহাম হোসেন, সম্পাদক  এমদাদুল হক ও বিশেষ প্রতিনিধি মো. মামুন-অর-রশীদ সহ ডেইলি এশিয়া পরিবার ।


More News of this category