• May 23, 2025, 1:33 pm

বিজ্ঞাপন প্রদর্শন করবে হোয়াটসঅ্যাপ

Reporter's Name : 356 Time View :
Update : Monday, June 3, 2019

এতদিন হোয়াটসঅ্যাপ এর কোথাও বিজ্ঞাপন দেখা যেত না। ফলে হোয়াটসঅ্যাপ থেকে লাভ করতে পারত না ফেসবুক।

এবার হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্ত ফেসবুক। শুরুতে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বিজ্ঞাপন দেখানো শুরু হবে।

২০১৭ সালে প্রথম ইন্সটাগ্রাম স্টোরিজে বিজ্ঞাপন দেখানো শুরু হয়েছিল। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একই ভাবে বিজ্ঞাপন দেখানো হবে। ২০২০ সাল থেকে এই বিজ্ঞাপন দেখানো শুরু হবে। তবে ঠিক কবে থেকে এই পরিষেবা শুরু হবে তা জানা যায়নি।

এদিকে রটার্ডাম এ চলছে ফেসবুকের মার্কেটিং সামিট। সেখানেই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বিজ্ঞাপন দেখানোর ঘোষণা করেছে ফেসবুক।

সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানানো হয়েছে, সম্পূর্ণ ডিসপ্লের উপরে বিজ্ঞাপন দেখানো হবে। তার উপরে থাকবে একটি লিঙ্ক। ইন্সটাগ্রাম স্টোরিকে যেভাবে বিজ্ঞাপন কাজ করে একই ভাবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কাজ করবে এই পরিষেবা।


More News of this category