• April 24, 2025, 6:04 am

সারিয়াকান্দি বণিক সমিতির নির্বাচনে ফুল সভাপতি -হিরা সম্পাদক

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: 80 Time View :
Update : Tuesday, April 8, 2025

সারিয়াকান্দি বণিক সমবায় সমিতি লিমিটেড এর ত্রি-বার্ষিক নির্বাচনে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল সভাপতি এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শরিফুল ইসলাম হিরা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত সোমবার মুক্তিযোদ্ধা মোরে বণিক সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে উক্ত নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার শফিকুল ইসলাম জানান, সারিয়াকান্দি বণিক সমবায় সমিতি লিমিটেডের ২৪৪ জন ভোটারের মধ্যে ২২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে সিরাজুল ইসলাম ফুল ( চেয়ার প্রতীক) ১৬৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্ব›দ্বী প্রার্থী মাছুদুর রহমান (ছাতা প্রতীক) পেয়েছেন ৫৫ ভোট । সাধারণ সম্পাদক পদে এডভোকেট শরিফুল ইসলাম হীরা (হাতি প্রতীক) ১৩৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্ব›দ্বী প্রার্থী সাখাওয়াত হোসেন ডাবলু পেয়েছেন ৯৩ ভোট।


More News of this category