• April 26, 2025, 7:35 am

বগুড়া আরডিএ’র আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন

বগুড়া অফিস : 149 Time View :
Update : Monday, March 10, 2025

গত সোমবার আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উপলক্ষে পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া পল্লী প্রশাসন ও জেন্ডার বিভাগের উদ্যোগে শোভাযাত্রা এবং “অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন” শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে।

সেমিনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমীর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. এ, কে, এম অলি উল্যা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমীর অতিরিক্ত মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন ও লেডিস ক্লাবের সভানেত্রী জনাব নাহিমা আক্তার।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন একাডেমীর যুগ্মপরিচালক সারাওয়াত রশীদ এবং মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন একাডেমীর পরিচালক (পল্লী প্রশাসন ও জেন্ডার) ড. শেখ মেহ্দী মোহাম্মদ।

সেমিনার কনভেনর ও কো-কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে ড. সালমা মোবারক, উপপরিচালক ও সহকারী পরিচালক সুস্মিতা তাসনীম। উক্ত সেমিনারে একাডেমীর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।


More News of this category