বগুড়ার সারিয়াকান্দিতে ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ গত সোমবার বিকেলে হাটফুলবাড়ী গোহাটি মাঠে অনুষ্ঠিত হয়েছে । ফুলবাড়ী ইউনিয়ন বিএনপি আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির। প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাফতি এ্যাড. নুর-এ আজম বাবু । ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ বক্তার বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ শ্যামল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী জাকির হোসেন বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল। ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম আর ইসলাম রফিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিএনপি নেতা কুদরত ই খোদা চাঁন, এ্যাড. মোস্তাফিজুর রহমান বকুল প্রমুখ। শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।