• April 8, 2025, 8:51 pm

প্রফেসর দেলোয়ার হোসেনের মৃত্যুতে স্মরণ-সভা ও দোয়া

বিশেষ প্রতিনিধিঃ 98 Time View :
Update : Saturday, February 15, 2025

সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান মরহুম প্রফেসর দেলোয়ার হোসেনের মৃত্যুতে স্মরণ-সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান বিভাগের হলরুমে শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়।

সরকারি আজিজুল হক কলেজ ইংলিশ ডিপার্টমেন্ট এলামনাই এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক ও সাংবাদিক মোঃ মামুন-উর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন সমিতির যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ ফকরুল-মুল্ক লেমন।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল কলেজের অধ্যক্ষ শওকত আলম মীর, সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর অধ্যক্ষ প্রফেসর শফিকুল আমিন, সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মীর আব্দুর রাজ্জাক, সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুর রব নিশতার, উপাধ্যক্ষ মো: আব্দুল কাদের, বর্তমান বিভাগীয় প্রধান প্রফেসর কবির রানা, সংগঠনের সাধারণ সম্পাদক ও লক্ষিপুর জেলার পুলিশ সুপার আকতার হোসেন, মরহুমের জামাতা ও আরডিএর যুগ্ম-পরিচালক মাকসুদ আলম খান, কন্যা এলিজা সুলতানা, বিভাগীয় সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক টিপু সুলতান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ইংরেজি) সরকারী শাহসুলতান কলেজ জেবুন্নেছা, ২য় ব্যাচের ছাত্র সহকারি অধ্যাপক মোঃ আঃ লতিফ ও মরহুমের স্নেহধন্য ছাত্র আলমগীর হোসেন ও ডেইলি এশিয়া পত্রিকার সম্পাদক মো. এমদাদুল হক।

বক্তারা, সবাই মরহুমের শিক্ষক হিসাবে বর্ণাঢ্য জীবন ও তাঁর মমতামাখা পাঠদান, প্রশাসনিক কাজ ও বিভাগীয় কার্যক্রম সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলভাবে সম্পন্ন করেন বলেও করেন। যদিও তাঁর সময বিভাগটি শুরু হয়। হাটি, হাটি, পা পা করে এ পর্যন্ত এগিয়ে যাচ্ছে অনেক সফলতা দেখিয়েছে।

দেশ ও জাতীর কল্যানে ভূমিকা রাখছে ছাত্ররা। তিনি  নিজেকে যোগ্য নেতৃত্বের পরিচয় দিয়েছেন। পরিশেষে মরহুমের সহকর্মী ও আরবী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর আঃ রশিদ রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত করেন। উক্ত “অনুষ্ঠানে প্রায় ২৫ জন শিক্ষক ও ৩০০ জন প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী অংশ গ্রহন করেন।


More News of this category