• March 15, 2025, 11:22 am

সারিয়াকান্দিতে থানা পুলিশের অভিযানে ১১ জন গ্রেফতার

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : 213 Time View :
Update : Monday, February 10, 2025

বগুড়ার সারিয়াকান্দিতে থানা পুলিশের অভিযানে ১১জন আসামীকে গ্রেফতার করা হয়েছে । গত রবিবার দিবাগত রাতে সারিয়াকান্দি থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১০ জন এবং নিয়মিত মামলার তদন্ত প্রাপ্ত ১জন আসামী সহ ১১জন আসামীকে গ্রেফতার করেছে। জিআর মামলার গ্রেফতারী পরোয়ানামূলে যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলো, উপজেলার হাটশেরপুর গ্রামের জামাল বেপারির ছেলে ইনতু বেপারী, জাবেদ বেপারির ছেলে ভুলু বেপারী, নারচী গ্রামের সরকার পাড়ার মগলু সরকারের ছেলে ইউসুফ সরকার, বাড়ই পাড়া গ্রামের মৃত দুদু আকন্দের ছেলে বুলু আকন্দ, উকিল মিয়ার ছেলে মুকুল মিয়া,বাগবের গ্রামের বাচ্চু সরকারের ছেলে আলম সরকার, বাঁশগাড়ী গ্রামের মৃত আবেদ আলীর ছেলে জয়নাল,জয়নালের স্ত্রী রহিমা বেগম ,আন্দরবাড়ী গ্রামের তছলিম আকন্দের ছেলে জয়নাল আকন্দ,কাঁটাখালি গ্রামের সুরুজ্জামানের স্ত্রী রাবেয়া বেগম । এছাড়াও নিয়মিত মামলার তদন্ত প্রাপ্ত আসামী দুলাল হোসেন নামে ১জনকে গ্রেফতার করা হয় । সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্য জামিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ১১জন আসামীকে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে ।


More News of this category