• February 7, 2025, 1:09 am

সারিয়াকান্দি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুনজুর মোর্শেদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সারিয়াকান্দি(বগুড়া) প্রতিনিধি ঃ 18 Time View :
Update : Thursday, February 6, 2025

বগুড়ার সারিয়াকান্দি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুনজুর মোর্শেদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কলেজের সহকারী অধ্যাপক সাদেক মোহাম্মদ আজিজ এবং একই কলেজের অফিস সহায়ক জাহিদুল ইসলাম।গত বুধবার সন্ধ্যায় সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরী এ্যান্ড ক্লাব হলরুমে পৃথক ২টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ১ম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অত্র কলেজের সহকারী অধ্যাপক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি সাদেক মােহাম্মদ আজিজ লাভলু লিখিত বক্তব্যে বলেন,২০২৩ সালে অত্র কলেজের নবীন বরন ও অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত হয় । সেসময় উপাধ্যক্ষ পদে থাকা মুনজুর মোর্শেদ ওই অনুষ্ঠানে তার বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খুনি আখ্যা দিয়ে মরণোত্তর বিচার দাবি এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কু-রুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন। এছাড়াও মুনজুর মোর্শেদ সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার এপিএস সাইফুজ্জামান শেখরের ঘনিষ্টজন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ক্যাডার ছিলেন। বর্তমানে তার নামে নাশকতার মামলা রয়েছে।
এরপর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুনজুর মোর্শেদের বিরুদ্ধে অত্র কলেজের অফিস সহায়ক জাহিদুল ইসলাম তার ছেলের উক্ত কলেজে পিয়নের চাকুরির জন্য ঘুষ লেনদেনের অভিযোগ এনে আরও একটি সংবাদ সম্মেলন করেন। উক্ত ২টি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম।
এ-ব্যাপারে কলেজের এডহক কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. নূরে- এ আজম বাবুর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ঘটনাগুলো কতটা সত্য তা আমার জানা নেই। তবে জানতে পেরেছি ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ নিয়ে দুজনের মধ্যে দ্ব›দ্ব আছে। যা কিছু হবে নীতিমালা অনুযায়ী হবে। এ-ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুনজুর মাের্শেদ বলেন, আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পাওয়ার পর থেকেই কলেজের সহকারী অধ্যাপক সাদেক মােহাম্মদ আজিজ মিথ্যা অভিযোগে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে সরিয়ে তিনি নিজেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ হতে চাচ্ছেন। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হচ্ছে তাহা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন ।


More News of this category