• February 6, 2025, 10:48 pm

সারিয়াকান্দিতে ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় ঘুম থেকে ডেকে এক ব্যক্তিকে মারপিটের অভিয়োগ

সারিয়াকান্দি (বগুড়া ) প্রতিনিধি ঃ 5 Time View :
Update : Thursday, February 6, 2025

বগুড়ার সারিয়াকান্দিতে ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায়  ঘুম থেকে ডেকে কুড়ানু মোল্যা নামে এক ব্যক্তিকে মারপিটের অভিয়োগ পাওয়া গেছে ।  বাবার চিৎকারে এগিয়ে আসলে কুড়ানু মোল্যার ছেলে জুয়েল মিয়াকেও মারপিটে আহত করে প্রতিপক্ষের লোকজন । উপজেলার কাজলা ইউনিয়নের বেনীপুর চরে এঘটনা ঘটে ।  এব্যাপারে কুড়ানু মোল্যার ছেলে হাবিবুর রহমান বাদী হয়ে প্রতিপক্ষ মহিদুল,তাহেরুল ও রকেটসহ ৯ জনের বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ করেছেন । মঙ্গলবার বেনীপুর গ্রামে গিয়ে অভিযোগ  ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, গত শনিবার বেনীপুর গ্রামের রকেট প্রামানিকের ১টি ছাগল প্রতিবেশী  লতিফ মোল্যার বাড়িতে ঘাস খাওয়ায় ছাগলটি আটকিয়ে রাখে লতিফ মোল্যা । এনিয়ে  সন্ধ্যার দিকে দু’পক্ষেল লোকজনের মধ্যে তুমুল তর্ক বিতর্ক হয় । লতিফ মোল্যার ভাই কুড়ানু মোল্যার  বাড়ি ঘর মেরামত  কাজ হওয়ায়  একটি খোলা ঘরে কুড়ানু মোল্যা  ঘুমিয়ে পড়ে  । রাত ১০টার দিকে কুড়ানু মোল্যাকে ঘুম থেকে ডেকে তুলে বিছানায় মারপিট করে প্রতিপক্ষের লোকজন । এসময় ছেলে জুয়েল এগিয়ে আসলে তাকেও মারপিটে আহত করা হয় । গুরুতর আহত  কুড়ানু মোল্যা ও তার ছেলে  জুয়েল বগুড়া শহীদ জিয়ার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে বলে তার পরিবারের লোকজন জানিয়েছেন ।


More News of this category