• February 6, 2025, 4:08 pm

বগুড়ায় ইসলামী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

বিশেষ প্রতিনিধিঃ 5 Time View :
Update : Thursday, February 6, 2025

ইসলামী ব্যাংক বগুড়া জোনাল অফিস, বগুড়া শাখা ও বড়গোলা শাখার উদ্যোগে সোমবার নাজির আহম্মেদ গল রুমে বগুড়া শহরের ৫ শতাধিক অসহায় হকদার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বগুড়া শাখা ইনচার্জ ও এসভিপি মো: আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ইভিপি ও বগুড়া জোন প্রধান শহীদুল্লাহ মজুমদার, বগুড়া জোনের ভিপি আব্দুল মতিন শেখ, বড়গোলা শাখা ইনচার্জ ও এফএভিপি তৌহিদ রেজা সিডিসিএস, বগুড়া শহর জামায়াতের সমাজ সেবা সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, মাওলানা নিজাম উদ্দিন, ব্যাংক কর্মকর্তা খায়রুল আমিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে দেশ জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।


More News of this category