• January 17, 2025, 1:42 am

সারিয়াকান্দিতে তারুণ্যের উৎসব ফুটবল টুর্ণামেন্টের কর্ণিবাড়ী ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

সারিয়াকান্দি (বগুড়া ) প্রতিনিধি ঃ 21 Time View :
Update : Wednesday, January 15, 2025

বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় কর্ণিবাড়ী ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে । রানার্সআপ হয়েছে সারিয়াকান্দি একাদশ । বুধবার বিকেল ৪টায় দু’দলের মধ্যে সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাব মাঠে ফ্ইানাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত ১ঘন্টার খেলায় ১-১ গোলে সমতায় শেষ হয় । ট্রাইবেকারে সারিয়াকান্দি একাদশকে হারিয়ে কর্ণিবাড়ী ফুটবল একাদশ জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় । খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান । এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুস সবুর,উপজেলা প্রকৌশলী (এলজিইডি) তুহিন সরকার, পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, কর্ণিবাড়ী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন দীপন প্রাং, পৌর বিএনপির সহসভাপতি লাল মাহমুদ লাল,উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আসাদুজ্জামান শোভন প্রমুখ উপস্থিত ছিলেন ।


More News of this category