বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রতিনিধিত্ব করবে তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার গঠন করার পর বগুড়ায় কোন রাস্তা কাঁচা থাকবে না।পর্যায়ক্রমে সকল রাস্তা পাকাকরণ করা হবে।
শনিবার দুপুরে শাজাহানপুর উপজেলাধীন বগুড়া পৌর ২১নং ওয়ার্ডের হেলেঞ্জাপাড়া শাহপাড়ার স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা রাস্তা উদ্বোধনের পূর্বে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবুল বাশার, বগুড়া জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরীফ মিঠু, আব্দুল গফুর দারা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি আতিকুজ্জামান সজীব, সাবেক সাধারণ সম্পাদক খায়রুজ্জামান জিয়া, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার উদ্দিন রানা, ২১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, ১৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি সুমন,বিএনপি নেতা তাজুল ইসলাম, জেলা ছাত্রদল নেতা অভি, শাহানুর, বিপুল প্রমুখ। শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিকের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা রাস্তা কয়েক হাজার লোকের দুর্ভোগ নিরসন করেছে। উল্লেখ্য, এর পূর্বে স্বেচ্ছাসেবকদল নেতা শফিকের উদ্যোগে একাধিক রাস্তা স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে।