• January 1, 2025, 12:41 pm

সারিয়াকান্দিতে বিরোধপূর্ণ ১০ একরের বেশী জমি নিয়ে দু’পক্ষের মধ্যে চলছে দখল-পাল্টা দখল

সারিয়াকান্দি ( বগুড়া) প্রতিনিধি : 48 Time View :
Update : Saturday, December 28, 2024

বগুড়ার সারিয়াকান্দিতে বিরোধপূর্ণ ১০ একরের বেশী জমি নিয়ে দু’পক্ষের মধ্যে চলছে দখল-পাল্টা দখল ও মামলা-পাল্টা মামলার ঘটনা । ফলে দু’পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে । উপজেলার কাজলা ইউনিয়নের শাহজালাল বাজারের পাশে টেংরাকুড়া চরে ১০ একরের বেশী জমি দখল নিয়ে মোকছেদ আলী মোল্লা, সাহেব আলী মোল্যা,জিয়া মোল্যা, কালাম মোল্যা ও নাদের মোল্যার পক্ষের লোকজনের সাথে হেলাল মোল্যা,জাহিদুল মোল্যা, ডাবলু মোল্যা , সাইদুল ইসলাম ওরফে সাধু মোল্যার লোকজনের মধ্যে বিরোধ চলছে।

গত ২৩/১২/২৪ ইং তারিখে ভুট্টা ক্ষেত নষ্ট করাসহ বিভিন্ন অভিযোগে জাহিদুল ইসলাম বাদী হয়ে মোকছেদ আলী ও সাহেব আলী মোল্যাসহ ১৮জনের নামে এবং অজ্ঞাত ১৫/২০ জনকে আসামী করে গত ২৫/১২/২৪ তারিখে সারিয়াকান্দি থানায় মামলা দায়ের করে । থানা পুলিশ সাহেব আলী মোল্যা ,জিয়া মোল্যাসহ ৫জন আসামীকে গ্রেফতার করে গত বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে । গত শুক্রবার সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, মোকছেদ মোল্যা ও সাহেব আলী মোল্যার লোকজন টেংরাকুড়া চরে বিরোধপূর্ণ জমিতে প্রায় ২০ বছর যাবৎ বসবাস করছে। তাদের বসত বাড়ীর জায়গাজমিসহ ১০ একরের বেশী জমি নিজেদের দাবী করে জাহিদুল মোল্যা, ডাবলু মোল্যা , সাইদুল ইসলাম ওরফে সাধু মোল্যা ও তার পক্ষের লোকজন ।

এনিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয় । জাহিদুল মোল্যার লোকজন কয়েক মাস আগে সেখানে নতুন ঘর তুলে জমি দখলের চেষ্টা করে বলে সেখানে বসবাসকারী লোকজন জানান । দির্ঘদিন যাবৎ বসত বাড়ী করে ফসলী জমি ভোগদখল করে খাওয়া মোকছেদ মোল্যা ও সাহেব আলী মোল্যার লোকজন বাঁধা দিলে এনিয়ে দুপক্ষের মধ্যে একাধিকবার মারামারির ঘটনা ঘটে । একপক্ষ আরেক পক্ষের লোকজনের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে । সাইদুল ইসলামের দায়ের করা একটি মামলায় আদালত কর্তৃক গত সেপ্টম্বর মাসে বিরোধপূর্ণ জমিতে ১৪৪/১৪৫ ধারা জারি করা হয় ।

পরবর্তিতে মোকছেদ আলীর একটি মামলায় ওই জমিতে আদালত কর্তৃক ১৪৪/১৪৫ ধারা জারি করা হয় । থানা পুলিশ উক্ত নালিশী সম্পত্তিতে আইন শৃংখলার যাতে অবনতি না ঘটে উভয় পক্ষকে নোটিশের মাধ্যমে জানিয়ে দেয় । এরপরেও জমিট দখল পাল্টা দখলের ঘটনা ঘটছে । গত শুক্রবার বিকেলে ওই বিরোধপূর্ণ জমি দখল নিতে হাল চাষ করছেন বলে জাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান।

মোকছেদ আলী ও সাহেব আলী মোল্যার পক্ষের টেংরাকুড়া চরের মাসুদ,শাজাহান,রবিউলসহ বেশ কয়েকজন জানান, জাহিদুল ইসলামের লোকজন বার বার জোড়পূর্বক জমি দখলের চেষ্টা করায় তারা আতংকের মধ্যে আছে । এব্যাপারে কাজলা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ এএসএম রফিকুল ইসলাম জানান, মোকছেদ মোল্যাদের বিরুদ্ধে উইনিয়ন পরিষদে জলিল ও সাইফুল মোল্যারা অভিযোগ করলে এনিয়ে গত ১১/০৯/২৪ তারিখে শালিসী বৈঠক বসা হয় ।

বাদী পক্ষের কিছু কাগজপত্র টেম্পারিং প্রতীয়মান হওয়ায় বিবাদী পক্ষের জমি বলবৎ রাখার সিদ্ধান্ত দিয়ে শালিসী প্রতিবেদন দেয়া হয়েছে । এব্যাপারে সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্য জামিরুল ইসলাম বলেন, উক্ত বিরোধপূর্ণ জমিতে আদালত কর্তৃক নিষেধাজ্ঞা চলমান আছে । একটি মামলার ৫জন আসামীকে গ্রেফতার করা হয়েছে । আর কেহ আইন শৃংখলার অবনতি ঘটালে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে ।


More News of this category