• December 25, 2024, 1:27 pm

রাজশাহী মহানগরীতে শীতবস্ত্র বিতরণ করলেন পুলিশ কমিশনার

আবু হেনা মোস্তফা জামান, রাজশাহী: 10 Time View :
Update : Saturday, December 21, 2024

রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল সোয়া ১১টায় বেলপুকুর থানার জামিরা উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনপুুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মহানগরীকে পুলিশ নিরাপদ নগরী নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন সময় মানবিক কাজ করে থাকে। এ কাজের অংশ হিসেবে আজকে আপনাদের মাঝে কম্বল বিতরণ করা হলো। আমরা সব সময় আপনাদের পাশে রয়েছি। যেকোনো প্রয়োজনে আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১ অথবা মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) এবং আরএমপি কন্ট্রোল রুম মোবা: নম্বর-০১৩২০-০৬৩৯৯৮ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরএমপি পুলিশের মতিহার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মমিনুল করিম, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ নাছির উদ্দিন যুবায়ের, উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মধুসুদন রায়-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ-সহ স্থানীয় নেতৃবৃন্দ।
আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সামাজিক ও মানবিক কাজের অংশ হিসেবে আজকে এই শীতবস্ত্র বিতরণ করা হলো এবং এই ধারা অব্যাহত থাকবে।


More News of this category