মহান বিজয় দিবস পালন করেছে বগুড়া প্রেসক্লাব। কর্মসূচীর অংশ হিসেবে গতকাল সোমবার মহান বিজয় দিবসের সকালে মুক্তির ফুলবাড়ী শহীদ স্মুতি স্মম্ভে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করা হয় ও ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সদস্য সচির সবুর শাহ লোটাসের পরিচালনায় সভায় বক্তব্য দেন দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, সিনিয়র সদস্য মীর সাজ্জাদ আলী সন্তোষ, মতিউল ইসলাম সাদি, মীর্জা সেলিম রেজা, এসএম আবু সাইদ, সৈয়দ ফজলে রাব্বী ডলার, মোমিনুর রশিদ সাইন, অ্যাডভোকেট আব্দুল মান্নান, মাহফুজ মন্ডল, হারুন উর রশিদ তালুকদার, ইনছান আলী শেখ, সুমন সরদার, মামুন-উর-রশিদ, ফেরদৌসুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব নিয়ে ফ্যাসিষ্ট হাসিনার দোসররা গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এই ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। হাজারো জীবনের বিনিময়ে এদেশ দুদফা স্বাধীন হয়েছে। তাই এ স্বাধীনতা যেকোন ত্যাগের বিনিময়ে রক্ষা করতে হবে। সেই সাথে আধিপত্যবাদ বাদ ভারতের ডেকোন ষড়যন্ত্র নস্যাত করতে হবে।
সভায় স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানসহ সকল বীরমুক্তিযোদ্ধা ও বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। সকালে বগুড়া প্রেসক্লাবের আহবায়ক ওয়াসিকুর রহমান বেচান ও সদস্য সচিব সবুর শাহ লোটাসের নেতৃত্বে সদস্যগণ শহীদ স্মৃতি স্বম্ভে ফুলের মালা অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন যুুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ ও রাহাত রিটু, সিনিয়র সদস্য সৈয়দ ফজলে রাব্বী ডলার, মোমিনুর রশিদ সাইন , এসএম আবু সাইদ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
এ ছাড়া সকালে প্রেসক্লাব চত্বরে চাতীয় পতাকা উত্তোলন করা হয়।