• December 18, 2024, 12:53 pm

বিশ্ব মঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকা

বিশেষ প্রতিনিধি: 18 Time View :
Update : Tuesday, December 17, 2024

বিজয়ের দিনে বিজয়ী বাংলাদেশ!বিশ্ব মঞ্চে চাম্পিয়ন সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ৫ম ডড়ৎষফ ওহহড়াধঃরাব ঝপরবহপব চৎড়লবপঃ ঙষুসঢ়রধফ (ডওঝচঙ-২০২৪) এ চ্যাম্পিয়ন হয়েছে সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক ভবনের ৪ সদস্যের একটি দল। চ্যাম্পিয়ন হওয়ার হওয়ার গৌররের অধিকারী শিক্ষার্থীরা হলেন ইমাম রশিদ সাগর, নূরে আলম সিদ্দিকী, কৌশিক তাওহীদ ও সুমাইতা বিনতে হাবিব স্নেহা। তারা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। এই প্রতিযোগিতায় কৃষিতে ডিজিটাল প্রযুক্তি ড্রোনের মাধ্যমে একজন কৃষক সহজেই ড্রোনের মাধ্যমে কৃষিকাজ
করতে পারেন সেটা দেখানো হয়। ৩০টি দেশের ৪৫টি টিমকে হারিয়ে অর্জিত এই অবিস্মরণীয় বিজয়ে আমরা আপ্লুত।
কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন ছাত্র, সহকারী অধ্যাপক ও সাংবাদিক মোঃ মামুন-উর-রশিদ বলেন, আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান ছাত্রদের সফলতায় নিজেকে গর্বিত মনে হয়।
কলেজের সহযোগী অধ্যাপক সফি মাহমুদ বলেন, শুকরিয়া আদায় করছি দয়াময় আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে। বিজয়ীরা আমাদের প্রতিষ্ঠানের হওয়ায় নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। বিজয়ী শিক্ষার্থীদের সবসময় মঙ্গল কামনা করি। ভাবতে ভালো লাগছে যে, বিশ্ব মঞ্চে চাম্পিয়ন আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আজিজুল হক কলেজ। কনফারেন্সটি ১৩ থেকে ১৬ ডিসেম্বর ২০২৪ ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত আলম মীর জানান, বিজয় দিবসের আনন্দকে আরও বেশি বাড়িয়ে দিয়েছে শিক্ষার্থীরা। আলহামদুলিল্লাহ।


More News of this category