• December 5, 2024, 1:04 am

বগুড়া বার-এর নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ বিজয় অর্জন

বিশেষ প্রতিনিধিঃ 20 Time View :
Update : Saturday, November 30, 2024

বগুড়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৩টি পদের সবগুলোতে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে জাতীয়াতাবাদী আইনজীবী ফোরাম মনোনীত মুক্তা-রফিক প্যানেল। ২৯ নভেম্বর শুক্রবার ভোট গ্রহণ শেষে রাত সোয়া ১২টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল হক জাফর।

প্রাপ্ত ফলাফলে জানা যায়, ৪৪০ ভোট পেয়ে সভাপতি পুনঃনির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত মুক্তা-রফিক প্যানেলের অ্যাড. আতাউর রহমান খান মুক্তা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত প্যানেলের অ্যাড. রিয়াজ উদ্দীন পেয়েছেন ১৫৭ ভোট।

৩৪৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলের অ্যাড. রফিকুল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি মনোনীত পল্টু-ববি পরিষদের প্রার্থী আব্দুল লতিফ পশারী ববি পেয়েছেন ৩২৯ ভোট।

বিজয়ী অন্যরা হলেন, সহ সভাপতি অ্যাড. আতিকুল মাহবুব সালাম, সহ সভাপতি অ্যাড. শফি আহম্মেদ মিঠু, যুগ্ম সম্পাদক অ্যাড. আব্দুল মতিন মন্ডল, অ্যাড. এস এম নুরুজ্জামান মেহবুব, লাইব্রেরী ও সমাজ কল্যান সম্পাদক অ্যাড. জাকারিয়া সরকার ফেরদৌস, ম্যাগাজিন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস আব্দুল্লা-হীল বাকি লিপন, নির্বাচিত কার্যনির্বাহী সদস্যরা হলেন যথাক্রমে, অ্যাড. আশাবুদ জামান আশিব, অ্যাড. নিউটন খন্দকার, অ্যাড. মিন্টু কুমার সরকার, অ্যাড. মোস্তফা শাকিল, অ্যাড. মৌসুমী আকতার।

অ্যাডভোকেট জহুরুল হক জাফর আরও বলেন, এবারের নির্বাচনে ১৩টি পদে বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত ও জাসদের মোট ৪৮জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনে আওয়ামী লীগের সকল প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়।

ফলে বিএনপি, জামায়াত পূর্ণ প্যানেল এবং জাসদ আংশিক প্যানেল দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। শুক্রবার সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। মোট ৮৬২ ভোটারের মধ্যে ৭৮৯ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।


More News of this category