• December 26, 2024, 12:43 am

হৃদরোগের কতখানি ঝুঁকিতে রয়েছেন আপনি

বিশেষ প্রতিনিধিঃ 58 Time View :
Update : Wednesday, November 6, 2024

হৃদরোগের কতখানি ঝুঁকিতে রয়েছেন আপনি ? কতদিন পর বন্ধ হয়ে যেতে পারে হৃদযন্ত্রের ক্রিয়া-তার ইঙ্গিত দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত একটি ক্যালকুলেটর। একটি বিশেষ এআই টুল ব্যবহার করে এই পূর্বাভাস দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করা হয়েছে একটি গবেষণায়। ল্যানসেট ডিজিটাল হেলথে প্রকাশিত হয়েছে গবেষণাপত্রটি।

গবেষণায় জানানো হয়েছে, এআইয়ের সাহায্য নিয়ে হওয়া ইসিজির সাহায্যে ভবিষ্যতের স্বাস্থ্য সমস্যা এবং মৃত্যুর ঝুঁকি মাপা যাবে। যদিও এই পরিকাঠামো এখনো প্রতিদিনের চিকিৎসা পরিষেবায় ব্যবহার করা হচ্ছে না।এই প্রযুক্তির নাম এআই-ইসিজি রিস্ক ইস্টিমেটর (এআইআরই)। এর আগে এআই-ইসিজি‘র যে যে সুবিধা পাওয়া যেত না, নতুন এই টুলে সেগুলো আনার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে গবেষকরা।


More News of this category