• January 29, 2025, 5:43 am

সালমান শাহ-মৌসুমী জুটি দিয়ে ঈদের শুরু

Reporter's Name : 353 Time View :
Update : Thursday, June 6, 2019

বাংলা সিনেমার অমর জুটি সালমান-মৌসুমী। চলচ্চিত্রে দু’জনেরই অভিষেক হয়েছিল ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দিয়ে। এই ছবি দাগ কাটে দর্শক মনে। দু’জনকে নিয়ে যায় অনন্য এক উচ্চতায়।

১৯৯৩ সালের ২৫ মার্চ ছবিটি মুক্তি পায়। আজও এই ছবিতে মৌসুমী-সালমান রসায়ন মনে রেখেছে ভক্ত।

এই ছবির পর তারা অভিনয় করেন ‘অন্তরে অন্তরে’ ছবিতে। সালমান শাহ ও মৌসুমী জুটির ছবিটিতে আরও অভিনয় করেছেন আনোয়ারা, রাজীব প্রমুখ। এর পরিচালক শিবলী সাদিক।

রোমান্টিক গল্প, গান, বরেণ্য শিল্পীদের দারুণ সব অভিনয়ে এই ছবি দর্শকের প্রিয় ছবির তালিকায় রয়েছে। এখনো ছবিটি বিভিন্ন টেলিভিশনে প্রচার হলে আগ্রহ নিয়ে দেখেন দর্শক।

সেই চাহিদার কথা মাথায় রেখেই বেসরকারি টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশন ঈদ উপলক্ষে প্রচার করবে ‘অন্তরে অন্তরে’ ছবিটি। চ্যানেলটিতে চাঁদ রাতের বাংলা সিনেমা হিসেবে রাত ১২টায় প্রচার হবে চলচ্চিত্রটি।


More News of this category