• January 16, 2025, 11:40 pm

সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি সাহাদৎকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল

সারিয়াকান্দি (বগুড়া ) প্রতিনিধি ঃ 20 Time View :
Update : Wednesday, January 15, 2025

বগুড়ার সারিয়াকান্দিতে পৌর বিএনপির সভাপতি সাহাদাৎ হোসেন সনিকে দল থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির সভাপতি সাহাদাত হোসেন সনির বিরুদ্ধে আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শাহজাহান উল আলম নামে এক ব্যক্তিকে থানা থেকে জিম্মায় ছেড়ে নেয়ার অভিযোগ এনে গত বুধবার দুপুরে সারিয়াকান্দি পৌর বিএনপির ব্যানারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। এতে বক্তব্য রাখেন, বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদিকা সাবিনা ইয়াসমিন বেবি,উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক রিপন মাহমুদ বিতান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক একে এম মাসুদুর রহমান রিবন, পৌর ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে সভাপতিত্ব করেন পোর বিএনপির সহ সভাপতি ইউনুস আলী মন্ডল। এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


More News of this category