• January 20, 2025, 3:56 am

সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ 65 Time View :
Update : Monday, December 16, 2024

বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সূর্যােদয়ের সাথে সাথে ৩১বার তপোধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।

এরপর স্থানীয় পাবলিক মাঠ শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান। এরপর পুলিশ প্রশাসন, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্থবক অর্পণ করা হয়।

সকাল ৯টায় পাবলিক মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের পর সেখানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমানের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, জামিরুল ইসলাম, আব্দুল কদ্দুস সরকার, খায়রুজ্জামান,আমিনুল ইসলাম,সাখাওয়াত হোসন প্রমূখ।। এছাড়াও শিশুদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন প্রতিযােগিতা ও আড়ম্বরপূর্ণ বিজয় মেলার আয়ােজন করা হয়।


More News of this category