বগুড়ার সারিয়াকান্দিতে মোটরসাইকেল দূর্ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য শাহিন আলম নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত মধ্য রাতে কুতুবপুর ইউনিয়নের শোলারতাইড় তিনমাথা মোড়ে এদূর্ঘটন ঘটে।
তিনি সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের বাঁশহাটা গ্রামের মৃত সাহেব আলী ছেলে। জানাগেছে, শুক্রবার রাত ১ টার দিকে শাহিন একটি ওয়াজ মাহফিলের সভা শেষে মোটরসাইকেল যোগে বাঁশহাটা গ্রামে তার নিজ বাড়ি ফিরছিলেন। সোলারতাইড় বাজার তিনমাথা মোড়ে পৌঁছিলে ঘনকুয়াশায় তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে তিনি নিহত হন।
শনিবার বাদ যহর বাঁশহাটা গ্রামে মরহুমের নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে মরহুমের রুহের মাগফেরাত কামানা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন, বগুড়া -১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ.কে.এম আহসানুল তৈয়ব জাকির, উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট নূর -এ আজম বাবু, সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টুু, পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হােসেন সনি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড.শরিফুল ইসলাম হিরা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, যুগ্ন আহবায়ক রুবেল আলম,উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাঙ্গা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান শোভন প্রমূখ।