• October 30, 2024, 8:22 am

সারিয়াকান্দিতে  প্রতিপক্ষের মারপিটে তিন জন আহত

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: 10 Time View :
Update : Monday, October 14, 2024

বগুড়ার  গত শনিবার  উপজেলার কাজলা ইউনিয়নের উত্তর টেংরাকুরা চরের হাসনাহেনা আশ্রয়কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন  উত্তর টেংরাকুরা হাসনাহেনা আশ্রয়কেন্দ্র এলাকার ছামসুল মন্ডলের  ছেলে নাদু মন্ডল,তার পিতা ছামসুল মন্ডল এবং চাচা আনোয়ার  মন্ডল। আহতদের সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহতদের  মধ্যে নাদু মন্ডলের অবস্থা গুরতর হওয়ায় উন্নত  চিকিৎসার জন্য তাকে  বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে একই এলাকার কেরামত মোল্লাসহ ৭জনের বিরুদ্ধে  সারিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ  করেছন ছামসুল মন্ডলের  ছেলে এরশাদ হোসেন।  এরশাদ হোসেন  জানান,প্রায় তিন বছর হলে তিনি হাসনাহেনা আশ্রয়কেন্দ্র এলাকায় মুদি দোকানের ব্যবসা করে আসছেন।
প্রতিপক্ষ ছামসুল মন্ডল তিন মাস হলে মুদি দোকানের ব্যবসা শুরু  করেছেন।তার দোকানের চেয়ে  আমার দোকানে বেঁচা কেনা বেশী হওয়ায় তারা আমাকে ব্যবসা করতে নিষেধ করে।  আমি তাদের কথা না মানায় আমাদেরকে তারা মারপিটে আহত  করেছে।


More News of this category