• December 25, 2024, 2:18 pm

সারিয়াকান্দিতে থানা পুলিশের অভিযানে তিন মাদক ব্যবসায়ী ইয়াবাসহ গ্রেফতার

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি 173 Time View :
Update : Monday, October 28, 2024

বগুড়ার সারিয়াকান্দিতে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ তিন জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। গ্রেফতারকৃতরা হলো কাজলা ইউনিয়নের টেংরাকুড়া চরের ইব্রাহিম প্রামানিকের ছেলে শফিকুল ইসলাম শফিক, (৩৬),মহির উদ্দিনের ছেলে সোহেল রানা বাবু (৩০), জাফর মোল্লার ছেলে আব্দুর রাজ্জাক মোল্লা (৩২)।

গত শনিবার দিবাগত রাতে সারিয়াকান্দি থানার এস আই রেজাউল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার কাজলা ইউনিয়নের টেংরাকুড়া চরে অভিযান চালিয়ে ৭৮ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করা হয়।

এব্যাপারে সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম বলেন,উক্ত গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রজু হয়েছে। আসামীগনকে রবিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।


More News of this category