বগুড়ার সারিয়াকান্দিতে চোরাই অটো ভ্যানগাড়ীসহ ৪জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ । গ্রেফতারকৃতরা হলো, উপজেলার পৌর এলাকার বাড়ইপাড়া গ্রামের মৃত হাফিজারের ছেলে আব্দুল মোমিন সাবু (৪৫), সোনাতলা উপজেলার শিহিপুর মুরারবাড়ী এলাকার আব্দুল মান্নানের ছেলে শহিদুল ইসলাম (৪০), মৃত মোহাম্মদ আলীর ছেলে মোঃ আরিফ (৩৫), আমছার ওরফে আনছারের ছেলে আমিরুল ইসলাম (৪০) । থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে উপজেলার পারদেবডাঙ্গা গ্রামের শিমুলতল এলাকারা জর্দিস মন্ডলের ছেলে আলমগীর হোসেনের ০১টি ব্যাটারী চালিত অটো ভ্যান গাড়ী টিনের ছাপড়া ঘরের মধ্যে থেকে চুরি হয়। উক্ত এলাকায় সারিয়াকান্দি থানা পুলিশের একটি টহল টিম অভিযান চালিয়ে চোরাই যাওয়া অটো ভ্যান গাড়ী ও চোরাই কাজে ব্যবহৃত ২টি মোটর সাইকেল উদ্ধারসহ ৪জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আষে । এব্যাপারে আলমগীর হোসেন বাদী হয়ে সারিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেছে । গ্রেফতারকৃত ৪জন আসামীকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে ।