বগুড়ার সারিয়াকান্দিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে পূনর্বাসনসহ বিভিন্ন অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরিয়ার রহমানেকে অপসারণের দাবীতে পৌর জামায়াতে ইসলামী,সুশীল সমাজ, নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল,মানববন্ধন ও অবস্থান বর্মসূচি পালন করা হয়েছে ।
পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে গতকাল রবিবার সকাল সাড়ে ৯টা থেকে ১১ টা ৪০ মিনিট পর্যন্ত উপজেলা পরিষদ গেটের সামনে ও উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয় । এরপর সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হিন্দুকান্দি টিপুর মোড়ে অবস্থান কর্মসূটি পালন করে আন্দোলনকারীরা ।
এসব কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা তোফাজ্জল হোসেন,সেক্রেটারী মাওলানা এনামুল হক, সহঃ -সেক্রেটারী সাদিকুল ইসলাম স্বপন,সুশীল সমাজের প্রতিনিধি সাইফুল ইসলাম বুলবুলসহ নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ।
উল্লেখ্য, গত ৬ডিসেম্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমানেকে অপসারণের দাবীতে বিভিন্ন কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা ।