• December 25, 2024, 2:09 pm

শাজাহানপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ২

 শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ 46 Time View :
Update : Saturday, November 2, 2024

বগুড়ার শাজাহানপুরে একাধিক মামলার এক আসামিসহ ২ জনকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের শেষে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ডেমাজানী গ্রামের দুলু মিয়ার ছেলে রবিউল ইসলাম রনি (২৯) এবং বজলু মোল্লার ছেলে মুশফিকুর রহমান মনির (২২)। গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম রনির বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদক, ডাকাতি, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে।

থানার ওসি ওয়াদুদ আলম জানান, বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যৌথ বাহিনীর একটি দল ডেমাজানী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজতে থাকা মোট ৮টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের শেষে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।


More News of this category