• January 27, 2025, 5:22 am

বগুড়া ৪-এপিবিএন এর বার্ষিক পুলিশ সমাবেশ, ক্রিড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

মোঃ মামুন-উর-রশিদ, বিশেষ প্রতিনিধি: 21 Time View :
Update : Thursday, January 23, 2025

৪-এপিবিএন, বগুড়া এবং এ বগুড়া এপিবিএন স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক পুলিশ সমাবেশ এবং ক্রিড়া প্রতিযোগিতা উপশহর ্ এলাকার বগুড়া ৪-এপিবিএন প্যারেড গ্রাউন্ডে বৃহঃস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ভারপ্রাপ্ত) এডিঃ আইজি) এসপিবিএন, এপিবিএন, বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন প্রধান অতিথির সহধর্মিনী, বিশিষ্ট শিক্ষানুরাগী, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম) প্রশিক্ষণ বিশেষজ্ঞ প্রফেসর নাসিমা ফেরদৌসি।

অধিনায়ক (এডিঃ ডিআইজি), ৪-এপিবিএন বগুড়া মোঃ শহীদ আবু সরোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্যারেড পরিচালনা করেন পুলিশ পরিদর্শক মানিক কুমার কর্মকার।

প্রধান অতিথী হিসাবে বার্ষিক পুলিশ সমাবেশ এবং ক্রিড়া প্রতিযোগীতায় বলেন, পাঠ্যপুস্তকের বাহিরের খেলাধুলা এবং অন্যান্য প্রতিযোগীতায় অংশ গ্রহনের মাধ্যমে মেধা ও মনন বিকাশের মাধ্যমে জাতি গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখবে এবং সামাজিক সমস্যাগুলো দুরিকরণে সাহায্য করবে।

অন্যান্য অতিথীদের মধ্যে পিবিআই এর এসপি-শাহ মমতাজুল ইসলাম, এসপি হাইওয়ে মোঃ শহিদুল্লাহ, সিনিয়র এএসপি নাহিদ ইসলাম, সিনিয়র এএসপি মোঃ খালেকুজ্জামান, অধ্যক্ষ, বগুড়া এপিবিএন স্কুল এন্ড কলেজের মাহবুবা হক, উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা, শিক্ষকমন্ডলী, অভিভাবক, সংবাদিকবৃন্দু ও শিক্ষার্থীকেরা উপস্থিত ছিলেন।


More News of this category