বগুড়া শেরপুরের খামারকান্দি বালিকা দাখিল মাদ্রাসায় ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল কুইজ প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠান সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার খামারকান্দি ইউনিয়নের মাদ্রাসার সভা কক্ষে ১২ রবিউল আউয়াল পবিত্র মাহফিলটি আয়োজন করা হয়।
সহকারি শিক্ষক মোঃ আবু হাসানের সঞ্চালনায় উক্ত দিবসের গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে আলোচনা করেন প্রতিষ্ঠানের সুপারিনটেনডেন্ট মো: মাওলানা আব্দুল বাকী,সহ সুপারিনটেনডেন্ট জনাব মোঃ ফরাইজুল হক সহকারী শিক্ষক জনাব মোঃ শফিকুল ইসলাম শফিক, সহকারী শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক এনামুল হক,আঞ্জুয়ারা খাতুন, রাবেয়া খাতুন,
সুপারিনটেনডেন্ট বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক আজ আমাদের প্রতিষ্ঠানে ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এছাড়াও ছাত্র ছাত্রীদের মাঝে রাসুলুল্লাহ( সাঃ) এর জীবনীর উপর বক্তব্য ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার প্রদাণ করা হয়।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃএনামুল হক এ সময় প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।”