• January 29, 2025, 5:45 am

বগুড়ায় রাকাব’র শাখা ব্যবস্থাপকদের পারফরম্যান্স পর্যালোচনা ও মতবিনিময়

বিশেষ প্রতিনিধিঃ 70 Time View :
Update : Thursday, October 10, 2024

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) বগুড়া উত্তর ও দক্ষিণ জোনের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে বগুড়ার বনানীস্থ গাক ভবন মিলনায়তনে পারফরম্যান্স পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাকাব বগুড়া উত্তর জোনের ব্যবস্থাপক মোঃ বেল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাব ব্যবস্থাপনা পরিচালক নিরন্জন চন্দ্র দেবনাথ।

বিশেষ অতিথি ছিলেন রাকাব উপব্যবস্থাপনা পরিচালক আঃ রহিম, রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মোঃ আতিকুল ইসলাম ও তাজ উদদীন আহমমদ, বগুড়া দক্ষিণ জোনের ব্যবস্থাপক শাহীনুর ইসলাম।

সভা শেষে প্রধান অতিথি কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরন করেন। উক্ত সভায় রাকাব বগুড়া উত্তর ও দক্ষিণ জোনের আওতাধীন ৩৬টি শাখার শাখা ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট মাঠ কর্মকর্তারা অংশ নেন।

পরে একই স্থানে ব্যাংকের গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক নিরন্জন চন্দ্র দেবনাথ। তিনি ব্যাংকের অগ্রগতির জন্য শাখাব্যবস্থাপকদের নিদের্শ দেন এবং গ্রাহকদের নিকট সহযোগিতা কামনা করেন।


More News of this category