বগুড়ায় ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা’২০২৪, রবিবার সন্ধায় পরিদর্শন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মনোজ কুমার হাওলাদার।
তিনি উদ্যোক্তা মেলার স্টলগুলো পরিদর্শন করে এবং ক্রেডিট গ্যারান্টি স্কিমের আওতায় রাজশাখী কৃষি উন্নয়ন ব্যাংকের একজন নারী উদ্যোক্তাসহ অনেককে ‘ঋন বিতরন করেন। নারী উদ্যোগ মাসুমা আক্তার গরুর মাংশের আচার, ঘি, সহ অন্যান্য উৎপন্ন্য রপ্তানী করে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন। মাসুমাকে বাংলাদেশের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এ সময়ে সোনালী ব্যাংক এর মহাব্যবস্থাপক রশিদুল ইসলাম, বিসিক ডিজিএম মাহফুজার রহমান, সোনালী ব্যাংকের ডিজিএম জাহাঙ্গীর সিদ্দিকি ও মামুনুর রাশিদ ভূঁইয়া, রাকার ডিজিএম বেল্লাল হোসেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার সামিউল করিম, সাউথ বাংলা ব্যাংকের ম্যানেজার আঃ রাজাক এবং ব্যাংকার্স ক্লাব, সাধারন সম্পাদক রাকাব ডিজিএম শাহিনুর ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।