বগুড়া জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগীতায় বাল্য-বিবাহ. নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে ‘পরামর্শ সভা” জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “করতোয়া” রবিবার বিকালে অনুষ্ঠিত হয়।
শিশু, কিশোর ও কিশোরী ও নারী উন্নয়নে প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় উক্ত পরামর্শ সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।
অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, জেলা পুলিশ সুপার জেদান আল-মুসা পিপিএম, সিভিল সার্জন ডাঃ শফিউল আজম, জেলা সমাজ সেবা কর্মকতা কাওসার রহমান, উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম, সহ জেলার অন্যান্য দপ্তরের প্রধান, শিক্কা প্রতিষ্ঠান, সাংবাদিক নেতৃবৃন্দুু, তা শিক্কার্থী, মেরেজ রেজিষ্টার প্রমুখ উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই পাওয়ার-পয়েন্ট উপস্হাপন করেন বগুড়া জেলা সিনিয়র তথ্য অফিসার মুহাঃ মাহাফুজার রহমান।
পরামর্শ সভায় বক্তাগন সকল পক্ষকে বাল্য বিবাহ, নারী ও শিশুদের প্রতি ও দায়িত্বশীল, সহিংসতা প্রতিরোধে আরো সচেতন হবার পরামর্শ দেন।।এতে মা ও শিক্ককের ভূমিকা অগ্রগণ্য। সামাজিক দায়বদ্ধতা থেকে তাদেরকে- নিরাপত্ত¦া দিতে হবে। কারন অনিরাপদ শিশু মানে, অনিরাপদ দেশ। বক্তাগন নিজ নিজ অবস্থান থেকে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।