• December 25, 2024, 1:34 pm

বগুড়ায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ৮৫ তম সাজোয়া রিক্রুট ব্যাচ এর সেনাপ্রধান কুচকাওয়াজ

বিশেষ প্রতিনিধিঃ 68 Time View :
Update : Tuesday, November 5, 2024

আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুল এর ৮৫তম সাজোয়া রিক্রুট ব্যাচ এর সেনাপ্রধান কুচকাওয়াজ মঙ্গলবার বগুড়া সেনানিবাসে অনুষ্ঠিত হয়।

উক্ত কুচকাওয়াজে ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া, কমান্ডার জিওসি মেজর জেনারেল মোঃ খালেদ আল-মামুন পিবিজিএম, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন
করেন।

এছাড়াও আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুল এর কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল বেনজির আহমেদ বিজিবিএমএস, এএফডাবিøওসি পিএসসি এমফিল উপস্থিত ছিলেন। তিনি এদেরকে দেশ মাতৃকার কল্যাণে কাজ করার জন্য সহ প্রদান করেন উৎসাহ প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে বগুড়া এরিয়ার সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত সেনাপ্রধান কুচকাওয়াজ মোট ২৩১ জন রিক্রুট অংশগ্রহণ করে। অস্থায়ী নম্বর ৮৬০২ রিক্রুট মোঃ মেহেদী সর্ব বিষয়ে সেরা হওয়ায় শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে নির্বাচিত হয়। সর্বশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে তিনি অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন।


More News of this category