• October 30, 2024, 10:17 am

নিরীহ বেচারা সত্যাগ্রহী রাহুল

Reporter's Name : 269 Time View :
Update : Thursday, June 6, 2019

কংগ্রেস ভারতের স্বাধীনতার পর ১৯৭৭ সালের নির্বাচনে প্রথম ক্ষমতা হারায়। কংগ্রেসের ভয়াবহ ভোট বিপর্যয়ের আগে-পরে জহর কোট আর গান্ধী টুপি পরা কংগ্রেস কর্মী দেখলে সাধারণ মানুষও বিদ্রুপ করতো। সেবার ইন্দিরা গান্ধী ও সঞ্চয় গান্ধী রায় বেরেলী এবং আমেথিতে পরাজিত হলেও দক্ষিণ ভারত কংগ্রেসকে বিমুখ করেনি। কংগ্রেস সেই সময়ও দক্ষিণ ভারতে ৭৯টি আসনে জিতে ছিল। কিন্তু গত ২০১৪ সালের ষষ্টদশ লোকসভা নির্বাচনে আর এবারের সপ্তদশ লোকসভা নির্বাচনে কংগ্রেস আসন পেল ৪৪টি আর ৫১টি।কংগ্রেস ভারতের স্বাধীনতার পর ১৯৭৭ সালের নির্বাচনে প্রথম ক্ষমতা হারায়। কংগ্রেসের ভয়াবহ ভোট বিপর্যয়ের আগে-পরে জহর কোট আর গান্ধী টুপি পরা কংগ্রেস কর্মী দেখলে সাধারণ মানুষও বিদ্রুপ করতো। সেবার ইন্দিরা গান্ধী ও সঞ্চয় গান্ধী রায় বেরেলী এবং আমেথিতে পরাজিত হলেও দক্ষিণ ভারত কংগ্রেসকে বিমুখ করেনি। কংগ্রেস সেই সময়ও দক্ষিণ ভারতে ৭৯টি আসনে জিতে ছিল। কিন্তু গত ২০১৪ সালের ষষ্টদশ লোকসভা নির্বাচনে আর এবারের সপ্তদশ লোকসভা নির্বাচনে কংগ্রেস আসন পেল ৪৪টি আর ৫১টি।


More News of this category