দিনাজপুর, ২৫ এপ্রিল ২০২৫: নবাবগঞ্জ থানাধীন ২নং বিনোদনগর ইউনিয়নের তাহেরগঞ্জ বাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি হলেন সাহাজুল ইসলাম (৫৭), নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সাহাজুল ইসলাম তার বন্ধুদের সাথে বারো ভাজা খাচ্ছিলেন, এসময় আসামি মোঃ রনি মিয়া (৩২) তার স্ত্রী ও সন্তানসহ সেখানে উপস্থিত হয় এবং সাহাজুল ইসলামের কাছে পাওনা টাকা দাবি করেন। এ নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে রনি মিয়া ধারালো অস্ত্র নিয়ে এসে সাহাজুল ইসলাম ও তার দুই ছেলেকে আঘাত করে।
স্থানীয় লোকজন আসামি রনি মিয়াকে আটক করলেও অন্যান্য আসামীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগে বিক্ষুব্ধ জনতা রনি মিয়াকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় সাহাজুল ইসলাম ও তার ছেলে শিবলী সাদিক ও এস এম সাইহাম সাদিককে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে, সাহাজুল ইসলামকে মৃত ঘোষণা করা হয়।
এ ঘটনায় এসএম শিবলী সাদিক বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেন এবং পুলিশ আসামি রনি মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা নং ৩০, ধারা- ৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোডে রুজু করা হয়েছে। মামলার তদন্ত চলছে বলে নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানিয়েছেন।