• January 27, 2025, 3:16 pm

নতুন যোগদানকৃত কনস্টেবলদের ৫ দিন মেয়াদী ওরিয়েন্টশন কোর্সের শুভ উদ্বোধনী”

বিশেষ প্রতিনিধিঃ 9 Time View :
Update : Sunday, January 26, 2025

বগুড়া ৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নে নতুন যোগদানকৃত নারী/পুরুষ কনস্টেবলদের জন্য ৫ দিন মেয়াদী ওরিয়েন্টেশন কোর্সের শুভ উদ্বোধন বগুড়ার উপশহরে অবস্হিত ৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের ড্রিল সেডে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ এপিবিএন, বগুড়া অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ শহীদ আবু সরোয়ার।

অধিনায়ক ওরিয়েন্টেশন কোর্সের তাৎপর্য আলোচনাপূর্বক সকলের সার্বিক মঙ্গল কামনা করেন বক্তব্য এবং অংশগ্রহনকারীদের মনোযোগ এবং আন্তরিকতার সাথে প্রশিক্ষণ গ্রহণে উৎসাহিত করে দিক নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ তৌফিকুল ইসলাম, নাহিদ হাসান, একেএম খালেকুজ্জামান, পিপিএম, মোঃ আব্দুর রাজ্জাক মন্ডল, মোঃ নাসির উদ্দিন মন্ডল, মোঃ নজরূল ইসলাম, পুলিশ পরিদর্শকগন ও প্রশিক্ষক’গন।


More News of this category