• January 22, 2025, 10:10 am

তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন

বিশেষ প্রতিনিধিঃ 82 Time View :
Update : Thursday, October 24, 2024

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন। আওয়ামীলীগ তারেক রহমানের বিরুদ্ধে একটা মামলারও সত্যতা বের করতে পারেনি। তারেক রহমান বলেছে আমরা ক্ষমতায় যারার জন্য আন্দোলন করছি না। আমরা মানুষেরর ভোটাধীকার, সাম্য, সামাজিক মর্যাদা, ন্যয় বিচার, আইনের শাসন প্রতিষ্ঠার করার জন্য আন্দোলন করেছি।

বিএনপি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে চলাকালে শেখ হাসিনার নির্দেশে হাজার হাজার কোমলমতি ছাত্র-ছাত্রী ও জনতা যারা জীবন দিয়ে শহীদ হয়েছে, তাদের রক্ত আমরা বৃথা যেতে দিবনা। আগামী ৫০বছর আওয়ামীলীগ দেশে ফিরে আসতে পারবেনা।

বৃহস্পতিবার বিকালে গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে কর্মি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। গাবতলী উপজেলা বিএনপির সভাপতি শোরশেদ মিল্টনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হক নতুনের পরিচালনায় কর্মি সমাবেশে প্রধান বক্তা ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সুরাইয়া জেরিন রনি, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা কৃষক দরের সদস্য সচিব এনামুল হক সুমন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাদারণ সম্পাদক এম আর হাসান পলাশ।


More News of this category