• January 8, 2025, 3:42 pm

ঢাকায় জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন

বিশেষ প্রতিনিধিঃ 47 Time View :
Update : Sunday, December 1, 2024

সকালে রাজধানীর মতিঝিলস্থ ৯৩ আজিজ ভবনের অষ্টম তলায় জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ওবায়দুর রহমান শাহীন।
জাতীয় সাংবাদিক সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মমিনুর রশিদ শাইন ও মহাসচিব কামরুল ইসলামে সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা ও জেনিথ ইসলামী লাইফ ইন্সুইরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এসএম নুরুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খায়রুল ইসলাম, যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ, যুগ্ম মহাসচিব শিকদার টিটো, সহকারি মহাসচিব আতিকুর রহমান আজাদ, সহকারী মহাসচিব হাসান সরদার জুয়েল, আইন সচিব মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব, সাংগঠনিক সচিব রাসেল সরকার, অর্থ সচিব আবেদ আলী, তথ্য প্রযুক্তি সচিব বাপ্পি আহমেদ শ্রাবণ, ঢাকা মহানগরের সাধারন সম্পাদক আহম্মেদ আলী, ঢাকা জেলার সভাপতি মহসিন উদ্দিন সহ অন্যান্য বক্তারা।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম মুহম্মদ আলতাফ হোসেন কতৃক সাংবাদিকদের স্বার্থে পেশকৃত ২১ দফা দাবি গুলো নিয়ে আলোচনা করেন । এছাড়াও তিনি সর্বদা সাথে থেকে প্রতিষ্ঠাতার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নে সহযোগিতা করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি ।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


More News of this category