• October 30, 2024, 8:23 am

ঢাকায় গণসমাবেশে গুলিবিদ্ধ হাফিজারকে চিকিৎসার সহায়তা দিলেন তারেক রহমান

বিশেষ প্রতিনিধিঃ 28 Time View :
Update : Saturday, September 28, 2024

বছর ২৮শে অক্টোবর ২০২৩ ঢাকায় বিএনপির গণসমাবেশে পুলিশের ছোঁড়া গুলি বগুড়ার হাফিজার রহমানের চোখে গুলিবিদ্ধ হয়। পরবতীতে চিকিৎসার জন্য হাফিজার রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর চিকিৎসার সহযোগীতা চেয়ে আবেদনে করেন। আবেদন পত্রে হাফিজার বলেন, আমি বগুড়া সদরের নামুজা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক।
২৮ অক্টোবর ২০২৩ ইং তারিখে পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামানে অবস্থান নেই। উক্ত মহাসমাবেশ পণ্ড করার লক্ষ্যে অবৈধ সরকারের পেটোয়া পুলিশ বাহিনী অতর্কিতে আমাদের ওপর গুলিবর্ষণ শুরু করলে প্রতিরোধের চেষ্টা করি। এমতাবস্থায় পুলিশ বেপরোয়া গুলিবর্ষণ শুরু করলে অন্যান্য নেতাকর্মীদের সাথে আমার চোখেও গুলি লাগে এবং আমার ডান চোখে গুলিবিদ্ধ হই। হাফিজার রহমানের আবেদনের প্রেক্ষিতে (২৮ সেপ্টেম্বার শনিবার) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও আমরা বিএনপি পরিবার এর আহবায়ক বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুমনের তত্ত্বাবধানে দৈনিক দিনকালের বিশেষ প্রতিবেদক বিএনপি মিডিয়া সেল এর রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়ক সাংবাদিক কালাম আজাদ গুলিবৃদ্ধ হাফিজার রহমানকে আর্থিক অনুদান প্রদান করেন ।
এসময় উপস্থিত ছিলেন  বিএনপি পরিবার এর সদস্য মুসতাকিম বিল্লাহ, বগুড়া জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সাইদূজ্জামান শাকিল, বগুড়া জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক শামীম রেজা শামীম, সাবেক  নামুজা ইউনিয়ন চেয়ারম্যান এস এম রাসেল মামুন, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য আল আমিন, বগুড়া জেলার অন্যতম ক্রিড়া সংগঠক জোবায়ের রহমান, সাবেক ছাত্রনেতা আরিফ হোসেন বিপু, নামুজা যুবদল নেতা রাসেল, বিএনপি নেতা মোস্তফা, আইনূর, রানা, শাকিল, শাহীন, রাজু আহমেদ ও মঞ্জুর হক মঞ্জু ।


More News of this category