• January 4, 2025, 7:34 am

জেইউবি’র উদ্যোগে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী’র স্বরনে শোকসভা

বিশেষ প্রতিনিধিঃ 11 Time View :
Update : Wednesday, January 1, 2025

সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র (জেইউবি) উদ্যোগে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সাবেক সভাপতি রহুল আমিন গাজী’র শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস এর সভাপতিত্বে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদী, মীর সাজ্জাদ আলী সন্তোষ, বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাবেক সাধারন সম্পাদক মমিনুর রশিদ শাইন, সহসভাপতি আব্দুস ছাত্তার, বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য মাহফুজ মন্ডল, বগুড়া প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন, দৈনিক সংগ্রামের বগুড়া প্রতিনিধি মোস্তফা মোঘল। ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান, দপ্তর সম্পাদক শামীম আহম্মেদ, নির্বাহী সদস্য প্রতীক ওমর, আমিনুর রহমান কোয়েল, জেড এ মিলন, আল-আমিন, আব্দুল মজিদ, এনাম বাবু, সানাউল হক শুভ, আবু মুসাসহ সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র বিপুল সংখ্যক সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারন সম্পাদক এস এম আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা পেশাদার সাংবাদিকদের কল্যাণে রুহুল আমিন গাজীর সাহসী ভ‚মিকা তুলে ধরে তাঁর নেতৃত্বের ঘাটতি পূরণে বর্তমান নেতৃবৃন্দের প্রতি উদাত্ব আহŸান জানান। অনুষ্ঠানের শেষে রুহুল আমিন গাজীসহ সকল মরহুম সাংবাদিকের মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।


More News of this category