• January 4, 2025, 6:23 am

জাতীয় শিক্ষা সপ্তাহ-2024 জেলায় বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত

বগুড়া অফিস 15 Time View :
Update : Tuesday, December 31, 2024

বগুড়া জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপজেলা ও জেলা পর্যায়ে বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা বিজয়ীদের মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন।

জেলায় বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় জেলা প্রশাসক হোসনা আফরোজা এর নিকট থেকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের পুরষ্কার নেন বিয়াম মডেল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান।

এ সময় সদর আরোও উপস্থিত ছিলেন , সহকারী কমিশনার ভূমি পলাশ চন্দ্র সরকার, সহকারী কমিশনার গোপনীয় সাদমান আকিব, সদর উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার টি এম আঃ হামিদ, একাডেমিক সুপার ভাইজার জিয়াউর রহমান জিয়াসহ সদর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক আবু রায়হান।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ৮৫ জনের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।

 


More News of this category