বগুড়ার গাবতলীতে ভুয়াভাবে নিয়োগ বিজ্ঞপ্তি ও অবৈধভাবে প্রধান শিক্ষকসহ ৪জন সহকারী শিক্ষক এবং আয়া নিয়োগে মিথ্যা তথ্যে এমপিও ভুক্তিতে সরকারী অর্থ আত্নসাত করেই চলছে। এ পর্যন্ত সরকারী ৫৩লাখের অধিক টাকা আত্নসাত করার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও’র) নিকট লিখিতভাবে অভিযোগ দায়ের করা হলে তার তদন্ত শুরু হয়েছে।
ইউএনও’র দায়িত্ব দেয়া ৩সদস্য’র তদন্ত কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছেন। রবিবার উপজেলার কাগইল ইউনিয়নের অর্ন্তগত দড়িপাড়া জাহের উদ্দিন আদর্শ নি¤œ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রকাশ্যে তদন্তে যান ৩সদস্য’র কমিটি। এ কমিটির প্রধান রয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহরিয়ার। অন্য ২জন উপজেলা সমবায় কর্মকর্তা আসাদুজ্জামান ভূইয়া ও উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদা খানম। তারা নানা বিষয়ে লিখিত ও মৌখিকভাবে জানেন।
এ ছাড়া ব্যাংক হিসাবসহ আরো বিভিন্ন বিষয়ে গোপনে ও প্রকাশ্যে তদন্ত করে প্রতিবেদন দিবেন বলে তদন্ত কমিটির প্রধান উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহরিয়ার ও উপজেলা সমবায় কর্মকর্তা আসাদুজ্জামান ভূইয়া এই প্রতিবেদককে জানিয়েছেন। তারা আরো জানান, কার পক্ষে যাবে আর বিপক্ষে যাবে তা আমাদের জানার বিষয় নয়, সার্বিক বিষয় তদন্ত করে সঠিকভাবে প্রতিবেদন দাখিল করা হবে। তদন্তকালে তথা কথিত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া কামরুল ইসলাম বিদ্যালয়ে ছিলেন না।
সরেজমিনে গিয়ে জানা গেল, নাশকতা তথা ককটেল বিস্ফোরণের দুটি মামলার আসামী তিনি (কামরুল)। তবে তিনি দুটি মামলার আসামী হিসাবে পলাতক থাকলেও সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ অজ্ঞাত কারনে এখনো কোন ব্যবস্থা নেননি। এ ছাড়া তিনি কিছু স্থানে বিদ্যালয়ের নাম বিকৃত করে বালিকা বাদ দিয়েছেন বলে জানা গেছে। অর্থাৎ দড়িপাড়া জাহের উদ্দিন আদর্শ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় নাম হলেও লেখেছেন দড়িপাড়া জাহের উদ্দিন আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।
উল্লেখ্য, মে/২০ থেকে আগস্ট/২৪ পর্যন্ত সরকারী ৫৩লাখের অধিক টাকা আত্নসাত করার অভিযোগে ওই বিদ্যালয়ের সাবেক সদস্য সচিব ও স্থানীয় দড়িপাড়া গ্রামের মৃত আছির উদ্দিন আহম্মেদ এর ছেলে আবু আছাদ নানা অনিয়ম দূর্নীতির প্রমানদিসহ সংযুক্তি করে গত ০২সেম্পম্বের/২৪ লিখিত অভিযোগ দায়ের করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিকট।
লিখিত অভিযোগে উল্লেখ রয়েছে, দড়িপাড়া জাহের উদ্দিন আদর্শ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২৭নভেম্বর/০২ ও ২৮নভেম্বর/০২ পৃথকভাবে স্থানীয় ২টি পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক ১১ডিসেম্বর/০২ বিদ্যালয়ের যাচাই বাছাই কমিটিতে মিথ্যা তথ্যে প্রধান শিক্ষক পদে ২জন ও সহকারী শিক্ষক ইংরেজি পদে ২জন, গণিত পদে ১জন, শরীরচর্চা পদে ৭জন, ধর্ম পদে ২জন, অফিস সহকারী পদে ১৩জন, পিয়ন পদে ৪জন ও আয়া পদে ১জনের আবেদন বৈধ উল্লেখ করা হয়।