• October 30, 2024, 8:26 am

কাহালুতে  তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত 

মোঃ কুতুব শাহাব উদ্দিন বাবু,  কাহালু (বগুড়া) প্রতিনিধি : 15 Time View :
Update : Tuesday, October 15, 2024

বগুড়া কাহালুতে হিকমাহ্ ইয়ূথ সোসাইটি সংগঠনের উদ্যোগে (১৪ অক্টোবর)  সোমবার বিকালে  বীরকেদার ইউনিয়ন  শেখাহার স্কুল মাঠে বিরাট তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী। সহ-সভাপতিত্ব করেন কাহালু উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর মাওলানা আব্দুস শহীদ খাঁন।
প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা পশ্চিম আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।  উক্ত তাফসির কোরআন মাহফিলে তাফসির পেশ করবেন, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী রহ: এর সুযোগ্য পুত্র  আলহাজ্ব শামীম সাঈদী পিরোজপুরী,তিনি আলোচনা বলেন অসুস্থ দেলোয়ার হোসাইন সাইদী কে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে।
চাঁদাবাজি দখলদারি জামায়াত করেনা। আর সৈরাচারীর বিচার এই বাংলার মাটিতেই হব।তারা বাংলাদেশ থেকে পালিয়েছে,এবং ইঁদুরের গর্তে ঢুকে পড়েছে, আর আমরা এই বাংলার মাটিতেই আছি এবং থাকবো।শহীদের রক্ত ব্যাথা যেতে পারেনা,দাড়ি টুপি থাকলে জঙ্গি বানিয়ে দেন, তাদের কে গ্রেফতার করেন। আমরা তাই করবো না,আমরা ভালবাসা দিয়ে জনগণের মন জয় করবো।
পনের বছর আমরা অনেক নির্যাতন সয্য করেছি, আপনি দেশের বাহিরে আছেন, বাহিরে থাকেন। আপনাকে আমরা গ্রেফতার করতে চাইনা। কোরআনের আইন এই দেশে চালু হবে এবং দেলোয়ার হোসাইন সাঈদীর মত আলেম এই দেশ পরিচালনা করবে।  আরো বক্তব্য রাখেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসিরে কোরআন ও বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব মাওলানা গোলাম আজম সাহেব, মাওলানা এইচ এম মেহেদী হাসান সিদ্দিকী, মাওলানা মুজাহেদুল ইসলাম জেহাদী, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখা সেক্রেটারী শহীদুল ইসলাম সবুজ , বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বগুড়া জেলা পশ্চিম সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির, বাংলাদেশ জামায়াতে ইসলাম বীরকেদার ইউনিয়ন আমীর অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী সরকার,  আরো উপস্থিত ছিলেন উপজেলা জামাতের অফিস সেক্রেটারি ও কর্ম পরিষদের সদস্য প্রভাষক আঃ মোমিন, জামায়াত নেতা কাহালু পৌর সভার সাবেক কাউন্সিলর হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, আলহাজ্ব ফখরুল ইসলাম, আলহাজ্ব জহুরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান শেষে মাহি সাহিত্য সাংস্কৃতিক সাহিত্য সংসদ বগুড়ার আয়োজনে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।


More News of this category