• January 27, 2025, 7:55 pm

ঈদে বাড়ি যাচ্ছেন, রইলো কিছু টিপস

Reporter's Name : 332 Time View :
Update : Thursday, June 6, 2019

ঈদের আর বেশি দিন বাকি নেই। পরিবারের সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অধিকাংশ মানুষ নাড়ির টানে গ্রামে ফিরে যায়। যে কারণে যাত্রাপথে বাড়তি চাপ থাকে। ফলে যেতে হয় সাবধানে, খেয়াল রাখতে হয় অনেক বিষয়ে। যারা ঈদে বাড়ি যাচ্ছেন, তাদের জন্য রইলো কিছু টিপস—

bari-in

১. ব্যাগের সংখ্যা বাড়াবেন না। প্রয়োজনে বড় একটি ব্যাগে মালামাল বহন করুন।
২. দিনের বেলা ভ্রমণ হলে রমজানের পবিত্রতা রক্ষা করবেন।
৩. রাতে ভ্রমণ হলে যার-তার দেওয়া কোন কিছু খাবেন না।
৪. লঞ্চে যাতায়াত করলে নিজের মালামালের দিকে খেয়াল রাখবেন।
৫. অতিরিক্ত যাত্রী হয়ে বাস, লঞ্চ, স্পিড বোট বা ট্রেনে ওঠা থেকে বিরত থাকবেন।
৬. সঙ্গে শিশু থাকলে কোলে করে রাখুন। হাঁটতে পারলে হাত ধরে রাখুন।


More News of this category