• December 26, 2024, 1:48 pm

ঈদের দিনেও মেয়েরা গৃহদাসী

Reporter's Name : 273 Time View :
Update : Thursday, June 6, 2019

ঈদের দিনটি চমৎকার। দিনটি আনন্দের। দিনটি হাসিখুশিতে মেতে থাকার। উৎসবে মেতে উঠার, সবাইকে নিয়ে। সবাই মিলে আনন্দ করবার। দিনটিতে সবাই সমান। ধনী-দরিদ্র বলে কিছু নেই। উঁচু-নিচু বলে কিছু নেই। জাত আর জাতহীন বলে নেই কিছু। ওইদিন সবাই এক। সবাই সবাইকে কাছে ডেকে নেয়, বুকে টেনে নেয়। বড় বৈষম্যহীন একটি দিন। দিনটি ভালোলাগবার, মহৎ, মহান হবার কারণ কিন্তু এই একটিই- সবাই সমান।

এত যে বৈষম্যহীন দিন, সেই দিনটিতেও নারী আর পুরুষে বৈষম্য আছে কিন্তু ঠিকই। প্রবল প্রকট বৈষম্য। আসলে একটি দিনও নেই যে দিনটি বৈষম্যহীন। যে দিনটিতে নারী আর পুরুষ একই- শুধু মানুষ। এমন দিন একটিও নেই। এমনকি ঈদের আনন্দের দিনটিও নয়।

ঈদের দিনটি চমৎকার। দিনটি আনন্দের। দিনটি হাসিখুশিতে মেতে থাকার। উৎসবে মেতে উঠার, সবাইকে নিয়ে। সবাই মিলে আনন্দ করবার। দিনটিতে সবাই সমান। ধনী-দরিদ্র বলে কিছু নেই। উঁচু-নিচু বলে কিছু নেই। জাত আর জাতহীন বলে নেই কিছু। ওইদিন সবাই এক। সবাই সবাইকে কাছে ডেকে নেয়, বুকে টেনে নেয়। বড় বৈষম্যহীন একটি দিন। দিনটি ভালোলাগবার, মহৎ, মহান হবার কারণ কিন্তু এই একটিই- সবাই সমান।

এত যে বৈষম্যহীন দিন, সেই দিনটিতেও নারী আর পুরুষে বৈষম্য আছে কিন্তু ঠিকই। প্রবল প্রকট বৈষম্য। আসলে একটি দিনও নেই যে দিনটি বৈষম্যহীন। যে দিনটিতে নারী আর পুরুষ একই- শুধু মানুষ। এমন দিন একটিও নেই। এমনকি ঈদের আনন্দের দিনটিও নয়।


More News of this category