• January 6, 2025, 9:30 am

ইসলামী বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ

মো. হাছান ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া 40 Time View :
Update : Wednesday, December 4, 2024

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে। আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব স্বাক্ষরিত পৃথক দুইটি প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়।
উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম ইয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।
পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ (সংশোধিত আইন ২০১০) এর ১১ (ক) (১) ধারা অনুযায়ী আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম ইয়াকুব আলীকে উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০ (সংশোধিত আইন, ২০১০) এর ১২ (১) ধারা অনুসারে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমকে কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। এই পদে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। এছাড়াও বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
নবনিযুক্ত কোষাধ্যক্ষ অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, জুলাই বিপ্লবের শহীদরা যে আত্মত্যাগ করেছে, তাদের সে ত্যাগকে ধারন করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে যেন আমি যেনো বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করতে পারি এবং এতে সকলের সহযোগীতা কামনা করছি।
নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ইয়াকুব আলী বলেন, সকলকে নিয়ে বিশ্ববিদ্যালয়কে সততা ও সচ্ছতার সাথে সামনে আরও এগিয়ে নিতে চাই। এখানে কোন পক্ষ থাকবে না, বিশ্ববিদ্যালয় হবে আমাদের সকলের। হাতে হাত রেখেই আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করে যাবো।


More News of this category