• December 25, 2024, 1:07 am

‘ইসকন’ নিয়ে ফেসবুকে পোস্ট- আটক ৮২

বিশেষ প্রতিনিধিঃ 103 Time View :
Update : Wednesday, November 6, 2024

চট্টগ্রাম নগরীর টেরিবাজার এলাকায় হিন্দু অধ্যুষিত হাজারী গলিতে ‘ইসকন’ নিয়ে ফেসবুকে দেওয়া পোস্টকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় অন্তত ৮২ জনকে আটকের তথ্য জানিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ। এছাড়া এ ঘটনায় মামলা হচ্ছে বলেও জানিয়েছে সিএমপি।

অন্যদিকে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, ওই এলাকায় যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে এবং হাজারী গলিসহ নগরীর অন্য এলাকায় নিরাপত্তা নিশ্চিত করেছে।

যৌথ বাহিনীর মুখপাত্র লে. কর্নেল ফেরদৌস আহমেদ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘যৌথবাহিনীর ওপর সেখানে জুয়েলারির কাজে ব্যবহৃত এসিড হামলা ও ইট পাটকেলসহ কাঁচের বোতল ছোঁড়া হয়েছে।


More News of this category