ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি। শনিবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০ (সংশোধিত আইন ২০১০) এর ধারা ২৩(৪) অনুযায়ী সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে ভাইস-চ্যান্সেলর এই নিয়োগ প্রধান করেন। আগামী ২ ডিসেম্বর থেকে পরবর্তী দুই বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন এবং দায়িত্ব পালনকালে নিয়ম অনুযায়ী সকল সুবিধা ভোগ করবেন।
সামাজিক বিজ্ঞান অনুষদের বিদায়ী ডিন, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে যোগদান করেছেন। তাঁর আবেদনের প্রেক্ষিতে ২ ডিসেম্বর থেকে তিনি ডিনের দায়িত্ব থেকে অব্যাহতি পান। বিদায়ী ডিনের আন্তরিকতা ও দায়িত্বশীলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ধন্যবাদ জানিয়েছে।