• January 6, 2025, 12:42 pm

ইবি সাংবাদিক ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

ইবি প্রতিনিধি 10 Time View :
Update : Saturday, January 4, 2025

ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সভাপতি হয়েছেন রানা আহম্মেদ (প্রতিদিনের বাংলাদেশ) এবং সাধারণ সম্পাদক নাজিম হোসেন (ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস)।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মেতালেব বিশ্বাস লিখন (ভোরের ডাক), যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম শাহরিয়ার (বাংলাদেশের খবর), সাংগঠনিক সম্পাদক মায়িশা মালিহা চৌধুরী (দ্য কান্ট্রি টুডে), দপ্তর সম্পাদক ইসতিয়াক আহমেদ হিমেল (সময়ের কাগজ ও নিউজজি২৪), কোষাধ্যক্ষ মোহাম্মদ হাছান (দ্য মনিং গ্লোরি), প্রচার সম্পাদক মোহাম্মদ সাইফুল্লাহ (স্বাধীন ভোর)।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আহসান হাবীব রানা (আমাদের সময় ও ঢাকা টাইমস), ফারহানা ইবাদ রিয়া (এশিয়ান মিরর), আবিদ হাসান ইমতিয়াজ (গ্রামের কাগজ), আবদুল্লাহ আল রাহাত (আলোকিত সকাল), তারিকুল ইসলাম (নয়াকণ্ঠ), আসাদ উল্লাহ (ভোরের চেতনা) এবং আবু বকর (দ্য মুসলিম টাইমস)।
প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘মুক্ত, স্বাধীন ও স্বতন্ত্র’ সাংবাদিকদের প্ল্যাটফর্ম হলো ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম। ২০২২ সাল থেকে বিশ্ববিদ্যালয়ে এই সাংবাদিক সংগঠনটির কার্যক্রম চলমান রয়েছে।
মো. হাছান
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া


More News of this category