• December 5, 2024, 7:49 am

ইবিতে প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারারের শ্রদ্ধা নিবেদন

মোঃ হাছান ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া 5 Time View :
Update : Wednesday, December 4, 2024

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ স্মৃতিসৌধ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী এবং ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর ২টায় এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন আইআইইআর-এর পরিচালক প্রফেসর ড. মো. ইকবাল হোছাইন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে মোনাজাত পরিচালিত হয়। আইআইইআর-এর পরিচালকের পরিচালনায় অনুষ্ঠিত মোনাজাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়।


More News of this category